কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: জল জীবন জল মিশন প্রকল্পে কাজ করে পিএইচই র কাছ থেকে কয়েকশো কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে ঠিকাদারদের। এই পরিস্থিতিতে ঠিকাদারদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পাওনা টাকার দাবিতে মালদার পিএইচ ই দপ্তরে, অল বেঙ্গল পিএইচ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মালদা শাখার বিক্ষোভ।
এদিন মালদার পিএইচই দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা। তারা দাবি করেছে দ্রুত টাকা না মেটানো হয় তাহলে কাজ বন্ধ করে দেওয়া হবে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বিজেপির অভিযোগ,সরকারের একমাত্র জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (phe) সম্পূর্ণ পরিচালনা করা হয় আধিকারিকদের দ্বারা। এই ঠিকাদাররা কাজ করেছে কাট মানি আগাম দিয়ে। আর এই আধিকারিকদের মারফত, তৃণমূলের প্রথম সরিরর নেতারা সেই টাকার ভাগ পেয়েছে। এখন তাদের টাকা পেমেন্ট করছে না। অবিলম্বে তাদের পাওনা টাকা মেটাতে হবে।
পাল্টা বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূলের, তৃণমূলের দাবি, মোদি সরকার বাংলাতে বঞ্চিত করার জন্য টাকা বন্ধ করে রেখেছে আর সেই কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা যাতে টাকা পেয়ে যায় সেটা আমরা দেখব।