ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তরা আলাদা ভাবে নতুন সংগঠন করার দাবি জানিয়ে তৃণমূলে যোগদান করলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: পানাগড়ে একের পর এক চোরাই গাড়ি ধরা পড়ার পর ও বেআইনিভাবে গাড়ির নাম্বার বদল ও চেসিস নাম্বার পানচিং করার ঘটনা প্রকাশ্যে আসতেই এবার

পানাগড় বাজারের লোহা ব্যবসায়ীদের সংগঠন থেকে বেরিয়ে এসে ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তরা আলাদা ভাবে নতুন সংগঠন করার দাবি জানিয়ে তৃণমূলে যোগদান করলেন।

বুধবার রাতে প্রায় ৩০০ জন ব্যবসায়ী তৃণমূলে যোগদান করে কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির নির্দেশ মত আলাদা সংগঠন করতে চায় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ বর্তমানে পানাগড় বাজারে গাড়ীর ব্যবসার সাথে,স্ক্র্যাপ ব্যবসার সাথে ও লোহা ব্যবসার সাথে যুক্ত হয়েছে বহু মানুষ। দিনের পর দিন সংখ্যাটা বাড়তে থাকছে।

তবে এতদিন বড় গাড়ি ও ছোট গাড়ির ব্যবসার সাথে যুক্তরা সকলেই এক সাথে একটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন যেটি ছিল অরাজনৈতিক একটি ব্যবসায়িক সংগঠন।এখন একের পর এক দুর্নীতি সামনে আসছে বড় গাড়ির ও স্ক্র্যাপ ব্যবসার।ইতিমধ্যে বেআইনি কাজের জন্য একাধিক জন ধরা পড়েছে।আটক হয়েছে এখনো পর্যন্ত ৪টি লরি।

এর ফলে পানাগড় বাজারের লোহা ব্যবসার সাথে যুক্ত ছোট ব্যবসায়ী ও ছোট গাড়ির স্ক্র্যাপ ব্যবসার সাথে যুক্তদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে ও বদনাম কুড়াতে হচ্ছে। তাই তারা সেই সংগঠন থেকে সরে এসে তৃণমূলের ছত্রছায়ায় নতুন সংগঠন করে সম্মানের সাথে ব্যবসা করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =