নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মঙ্গলকোট :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর, গুরুতর জখম অবস্থায় তৃণমূলের অঞ্চল সভাপতি চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে।
মৃত তৃণমূল কর্মী লালু শেখ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবি র শ্বশুর। আহত অবস্থায় লাখুরিয়ার অঞ্চল সভাপতি মফিজুল শেখ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, এদিন কাটোয়া মহকুমা আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার পর বাড়ি ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও লাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের শ্বশুর।
মঙ্গলকোটের কোগ্রামের কাছে পিছন থেকে একটি চারচাকা তাদেরকে সজরে ধাক্কা মারে। আশঙ্কা জনক অবস্থায় দুজনকে হাসপাতালে আনলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। পরিবারের লোকজনদের দাবি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।