নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: বর্ধমানের বীরপুর কমলপুরের সন্নিকট আমার গ্রাম এলাকার ফাঁকা মাঠে জামগাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল যুবক যুবতীর ।এলাকার বাসিন্দারা জানান এদিন সকালে গ্রামে হাট বসেছিল সেই সময়ই ওই দুজনকে ঘোরাঘুরি করতে দেখে এলাকার মানুষজন।
তার কিছুক্ষণ পরেই মাঠে কাজে গিয়ে এলাকার লোক দেখতে পায় ফাঁকা মাঠের মধ্যে জামগাছে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ওই দুজনকে। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানায় পুলিশকে। পুলিশ এসে দুজনার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এলাকার মানুষজন জানিয়েছে ওই যুবতী বিবাহিত তার কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ডে জানা গেছে তার বাড়ি মালদা এলাকায়।
পুরো ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। গ্রামবাসীর দাবি তারা প্রেমিক-প্রেমিকাই ছিল আত্মহত্যা করেছে।আর ছেলেটির বাড়ি পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডে,ছেলেটির নাম জানা যায় চুনা রাম মান্ডি,আর মেয়েটির নাম সুকুর মনি হেমরম।