নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা করে কলকাতা থেকে গ্রেপ্তার ১। ধৃতের নাম অর্ণব দাস বর্মন। পশ্চিম মেদিনীপুর শহরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শুরুর দিকে দুর্গাপুর থানার ইস্পাত নগরীর ২ যুবককে কলকাতার একটি নামি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অর্ণব দাস বর্মন।
তাদের কাছ থেকে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা নেওয়াও হয়। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেন নি ওই দুই যুবক।
প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দুর্গাপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে কলকাতায় হানা দেয় পুলিশ।
এই ঘটনার তদন্তে থাকা দুর্গাপুর থানার এএসআই নাজমুল হুদা কলকাতায় চিরুনি তল্লাশি শুরু করে। ৬দিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার পঞ্চসায়ের থানা এলাকার একটি বহুতল আবাসনে হানা দেয়।
বুধবার রাতে সেখান থেকেই গ্রেপ্তার হয় অর্ণব দাস বর্মন। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালাতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই নিয়েও তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ।