নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: কোচবিহার মেডিকেল কলেজের হস্টেলে এক ইন্টার্ন এর ঝুলন্ত দেহ উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য।
হস্টেলের ৩০৪ নম্বর ঘরে ওই দেহ উদ্ধার হয়। নাম কিশান কুমার। বাড়ি বিহারে। বুধবার গভীর রাতে হস্টেলের অন্য আবাসিকদের নজরে এলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।