সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৩,ফেব্রুয়ারি :: ২১শে ফেব্রুয়ারি থেকে শিলিগুড়ি ইসকন মন্দিরে শুরু হতে চলেছে কীর্তন মেলা মহামহৎসব। সমগ্র বিশ্বের ইসকনের অসংখ্য দেশী এবং বিদেশী ভক্ত সমন্বয়ে কীর্তন মেলা যে সাধারণ মানুষকে আনন্দ দেবে তা বলার অপেক্ষা রাখে না।
আগামী ২০ ফেব্রুয়ারি বিকেলে কীর্তন মেলার অধিবাস। একই সাথে ২১-২২ এবং ২৩ ফেব্রুয়ারি দিনভর চলবে সুমধুর কীর্তন অনুষ্ঠান। আর এই কীর্তন মেলা উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরে হাজার হাজার দেশী ও বিদেশী ভক্ত সমবেত হবেন বলে ইসকন সূত্রে খবর।
শিলিগুড়ি ইসকন মন্দিরে সাধারণ ভক্তদের জন্য মিলবে বিনামূল্যে মহা প্রসাদ। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে কীর্তন মেলা উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে ইসকনের তরফ থেকে। ইস্টার্ন ইন্ডিয়ার মূল কেন্দ্র শিলিগুড়ি ইসকন মন্দির ইতিমধ্যেই যেন উৎসব মুখর হয়ে উঠতে চলেছে।