নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: বার্নপুরে জবর দখল করা ইসকো কারখানার কোয়াটার (আবাসন )দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। দখলদারদের হাতে আক্রান্ত হন ইসকো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিক বলে অভিযোগ।
যদিও অভিযোগ অস্বীকার করে ওইসব আবাসনের দখলদারী বাসিন্দারা। অভিযোগ করেন কোন সময় না দিয়ে জেসিবি নিয়েছে উচ্ছেদ অভিযান করার সময় তাদেরকে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন ইসকো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছিল। তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল।