নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: খুশির খবর হাওড়া বাসীর জন্য। ১১৭ নম্বর জাতীয় সড়কে হতে চলেছে প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ব্রিজ যা আগামী দিনে যানজটের ঝক্কি পোহাতে হবে না সাধারণ মানুষকে।
হাওড়া সিটি পুলিশের ট্রাফিক এসিপি অতীন মুখার্জী এক অনুষ্ঠানে এই ব্রিজের বিষয়ে জানান। এখন যে কাজ চলছে এলিভেটেড সিক্স লেন করিডোরের, এটা মূলত সিক্স লেন করিডোর হবে মা ফ্লাইওভারের মতো।
এই বিষয়ে প্রশাসন সূত্রে আরো জানা যাচ্ছে, রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নের পিছন দিক অর্থাৎ চ্যাটার্জিহাট থেকে এই ফ্লাইওভার শুরু হবে। শেষ হবে খেজুর তলায়।
ব্রিজ তৈরির দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ । তিন বছর সময় সীমার মধ্যে এই ব্রিজ সম্পূর্ণ রূপে শেষ করার কথা। পুজোর পরেই কাজে হাত দেওয়া শুরু হয়। এখন জোরকদমে কাজ চলছে।
সাঁতরাগাছি স্টেশনের পার করতেই জাতীয় সড়কে তিনটি আন্ডার পাশ হবে। একটি সাধারণ মানুষ চলাচলের জন্য, অপরটি ছোট মাঝারি গাড়ি চলাচলের জন্য। একটিতে বড় গাড়ি চলবে ।