নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আজ থেকে শুরু হয়ে গেল ফ্লাওয়ার শো। ১৩ ই ফেব্রুয়ারি থেকে শুরু হল এই ফ্লাওয়ার শো চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এই ফ্লাওয়ার শো।
প্রতিবছরের মত এ বছরও ঘটা করে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। রয়েছে রংবেরঙের বিভিন্ন রকমের ফুল। এবারে এই ফ্লাওয়ার শো একচল্লিশ তম বর্ষে পদার্পণ করল। হর্টিকালচার সোসাইটির উদ্যোগে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে ফ্লাওয়ার শো। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।