কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: কংগ্রেস নেতা ও মালদা জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নানের গাড়িতে হামলা। বাইক নিয়ে জাতীয় সড়কে রং রুটে এসে সজোরে ধাক্কা গাড়িতে।
কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের। প্রান নাশের আশঙ্কা প্রকাশ কংগ্রেস নেতার। তৃণমূলের মদতে হামলা বলে অভিযোগ। এর আগেও তাকে থ্রেট করা হয়েছিল বলে অভিযোগ করছেন তিনি।