কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৪,ফেব্রুয়ারি :: পুরাতন মালদা পৌরসভার ফিফটিন ফিন্যান্সের প্রকল্প থেকে প্রায় ২৪ লক্ষ টাকা ব্যয়ে পুরাতন মালদা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মির্জাপুরের নিচু অংশে মহানন্দা নদীর ধারে একটি খেলার মাঠের সংস্কারের কাজের শুভ সূচনা হয়।
এদিন মাঠ সংস্কারের কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কার্তিক ঘোষ ও শফিকুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ ,শ্যাম মন্ডল ও শত্রুঘ্ন সিনহা বর্মা সহ এলাকাবাসী বৃন্দ।
এদিন নারকেল ফাটিয়ে এবং ফিতা কেটে মাঠ সংস্কারের কাজের সূচনা করেন অতিথিবৃন্দ। চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান , আমি দীর্ঘদিন ধরে এই মাঠ সংস্কারের জন্য চেষ্টা করছিলাম ,
অবশেষে পুরাতন মালদা পৌরসভা আমার কথায় প্রাধান্য দিয়ে এই মাঠ সংস্কারের জন্য প্রায় ২৪ লক্ষ টাকা ফিফটিন ফিন্যান্স এর তহবিল থেকে মঞ্জুর করা হয়েছে এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা হলো ।
প্রথম ধাপে মাঠের সংস্কার করার পরে পরবর্তীতে এলাকার ছেলেমেয়েদের খেলার জন্য মাঠের সম্পূর্ণ পরিকাঠামো ঢেলে সাজানো হবে।