নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলাটি চোদ্দোই ফেব্রুয়ারী দুহাজার উনিশ এ ঘটেছিল, যখন জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ভারতীয় নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহনের একটি কনভয় জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের পুলওয়ামা জেলার লেথাপোরাতে একটি যানবাহিত আত্মঘাতী বোমা হামলাকারী দ্বারা আক্রমণ করা হয়েছিল।
সেই ঘটনায় চল্লিশ জন সেনা নিহত হয়। তার পর থেকেই আজকের এই ভ্যালেন্টাইনস ডে দিনটাকে কালা দিবস হিসেবে পালন করা হয়। সেই মতোন আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হুগলী জেলা বিজেপির সাংগঠনিক কার্যালয় থেকে পিপুল পাতির মোড় পর্যন্ত এক মোমবাতি মিছিল বের করা হয়।
বিজেপির বহু কর্মীরা একত্রিত হয়ে এই মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যাক্তিরা।