নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: বাঁকুড়া থেকে আসানসোল সরকারি বাস পরিষেবা উদ্বোধন করলেন বাঁকুড়া লোকসভা সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সহকারী সভাধিপতি পরিতোষ কিস্কু,বিধায়ক তালডাংরা বিধানসভা ফাল্গুনী সিংহ বাবু, বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার সহ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা।
উদ্বোধক লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী জানান, বাঁকুড়া জেলার বেশ কয়েকটি রুটে সরকারি বাস পরিষেবা থাকলেও, বাঁকুড়া থেকে মেজিয়া যাওয়ার কোন সরকারি বাস ছিল না। তাই এই প্রচেষ্টা । এর মাধ্যমে বাঁকুড়া আসানসোল দুই জেলার মেল বন্ধন হয়ে যাবে।
বাঁকুড়া থেকে যেমন একটি বাস আসানসোল উদ্দেশ্যে রওনা হবে ঠিক তেমনি আসানসোল থেকেও একটি বাস বাঁকুড়া উদ্দেশ্যে রওনা হবে তার উদ্বোধন ও আজকে হওয়ার কথা আসানসোল থেকে বলে জানান হয় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক
ফুল মালা দিয়ে সাজানো বাসটিকে সবুজ পতাকা নেড়ে যাত্রা শুরুর সংকেত দিলেন, বাঁকুড়া লোকসভা সাংসদ অরূপ চক্রবর্তী সহ উপস্থিত বিশিষ্টজন।