নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একটি লরি থেকে হিরোইন তৈরির কাঁচামাল আটটি ড্রাম উদ্ধার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, আগে থেকেই খবর ছিল গাড়িতে করে হেরোইন তৈরির কাঁচামাল পাচার করা হচ্ছে। এই অ্যাসেটিক অ্যানহাইড্রাইড নামক তরল পদার্থ পরিপূর্ণ আটটি ড্রাম লরিটিকে দাঁড় করিয়ে উদ্ধার হয় ১২ নম্বর জাতীয় সড়কে।
কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানান, উদ্ধার হওয়া মালগুলির আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। তবে কালোবাজারি বাজারে এর দাম অনেক বেশি।
বর্তমানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত তিনজনকে। কোথা থেকে কোথায় এই হেরোইন তৈরির কাঁচামাল পাচার করা হচ্ছিল তা জিজ্ঞাসাবাদের পরই জানা যাবে বলে জানান। তবে উদ্ধার হওয়া কাঁচামালের পরিমান ৪৮০ লিটার বলে জানা গেছে।