নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০ তম জন্ম দিন পালন করলেন কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশন (K.S.O )এর তরফ থেকে। ময়নাগুড়ি ব্লকে রাজারহাট বীর চিলা রায় কামতাপুরি প্রাইমারি স্কুল মাঠে ।
সেখানে উপস্থিত ছিলেন কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশন কেন্দ্রীয় সভাপতি অপু বর্মন, K.S.O কেন্দ্রীয় আরো অনেকে। অপু বর্মন বলেছেন যে এই জন্ম দিন সারা উত্তর বঙ্গ ব্যাপি পালন হচ্ছে , এবং সরকারি মতে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ছুটির ঘোষণা করে ছেন তাঁর জন্য রাজ্যে সরকারকে অনেক ধন্যবাদ জানাই।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষ চন্দ্র বসু এই সকল মহান যোদ্ধা এবং মনিষী ব্যক্তিদের যেমন সিলেবাসে পড়ানো হয় , মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন সম্বন্ধে যাতে সবাই যেন জানতে পারে তার তার জন্য ঠাকুর পঞ্চানন বর্মার ইতিহাস পাঠ্যপুস্তকে যাতে সামিল করা হয় এজন্য সরকারের কাছে দাবী জানাই