ক্যানিংয়ে কাশ্মীরি জঙ্গী গ্রেফতারের পর এবার বাংলাদেশী যুবক পুলিশের জালে

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: বেশকিছুদিন আগে ক্যানিং হাসপাতাল পাড়া এলাকা থেকে কাশ্মীরের এক জঙ্গী কে গ্রেফতার করেছিল কাশ্মীরের পুলিশ। তখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এবার ক্যানিংয়ের ইটভাটা থেকে গ্রেফতার হল বাংলাদেশী এক যুবক। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ধৃতের নাম হাবিবুর গাজী। ধৃতের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার অন্তর্গত শ্যামনগর থানা এলাকায়। পুলিশ সুত্রের খবর ,বাংলাদেশী ওই যুবক ক্যানিং এলাকায় একটি ইট ভাটায় কাজ করছিল। গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সে বিষয়ে ধৃত কে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে ধৃত বাংলাদেশী যুবক জানিয়েছে, এক ঠিকাদারের সাথে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল সে। সেখান থেকে একটি ইট ভাটায় কাজ করছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম হাবিবুল্লা গাজি। বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বাদামতলা এলাকায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

বিক্ষিপ্তভাবে তাঁকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁকে ধরে জিজ্ঞাসাবাদ করলেও তেমন একটা মুখ খোলেনি ওই যুবক। অগত্যা ক্যানিং থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এদিকে তার থেকে ভারতের নাগরিকত্বের কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। ফলে সন্দেহ আরও গাঢ় হয়। আরও জিজ্ঞাসাবাদে বেরিয়ে পড়ে সত্য ঘটনা। ওই যুবক আসলে বাংলাদেশি।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা এলাকায় তাঁর বাড়ি। ইছামতী নদী পেরিয়ে ওই যুবক ভারতে এসেছেন। বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি ভারতে এসেছিলেন ?

বিশেষ কোনও উদ্দেশ্য আছে কিনা, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তকে পুলিশে হেফাজতে নির্দেশ দেয় বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =