নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: আন্দুল রোডের ধারে আমলপুরে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এটিএম এ লুঠ পাঠ চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক অনুমান দুষ্কৃতীদের দল কাক ভোরে এই ঘটনা ঘটিয়েছে।
এটিএম এর মেসিন ভেঙে সব টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। এটিএম মেসিন ভাংচুর অবস্থায় আছে একটি অংশ বাহিরে পড়ে আছে। মেসিনে অগ্নি সংযোগ করা হয়েছে। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ সহ উচ্চ পদস্থ অফিসাররা এসে তদন্তে নেমেছেন।