নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিকএর পক্ষ থেকে জানানো হয়েছে দিন কয়েক ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল এক ছাত্রী। আজ শরীর একটু ভালো থাকায় পরীক্ষা কেন্দ্রে চলে আসে বাবার সাথে।
পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত সেলিমাবাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ে সে, জানা গেছে জামালপুরের পর্বতপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী, বর্তমানে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ।
জামালপুর ব্লক উন্নয়ন আধিকারিক,জামালপুর স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক ছাড়াও পুলিশ প্রশাসনের আধিকারিকরা দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে আসেন জামালপুর হাসপাতালে।সেখানেই চিকিৎসা করানো হচ্ছে ওই ছাত্রীকে।