জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সাথে তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ উদ্ধার করল একশো নব্বইটি তাজা পিস্তল- কার্তুজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারুইপুর  :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: রাজ্যের বিভিন্ন শুটআউটে ব্যবহৃত বেআইনী পিস্তল-কার্তুজের মূল উৎস বের হলো বেঙ্গল এস টি এফের তদন্তে। উদ্ধার হলো বিপুল সংখ্যক ফ্যাক্টরি-উৎপাদিত তাজা কার্তুজ।

গ্রেফতার কলকাতা শহরের বুকে নামী অস্ত্র-কার্তুজ বিপণন দোকানের কর্মচারী সহ মোট চারজন বেআইনী অস্ত্র ব্যবসায়ী। জীবনতলা থানা এলাকায় বারুইপুর জেলা পুলিশের স্থানীয় থানার সাথে তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ উদ্ধার করল একশো নব্বইটি তাজা পিস্তল- কার্তুজ। এছাড়া নয়টি বারো বোরের কার্তুজসহ উদ্ধার একটি ডাবল ব্যারেল বন্দুকও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =