নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: বসিরহাট মহকুমার স্বরুপনগর ব্লকের ভারত বাংলাদেশের হাকিমপুর বিথারী গ্রাম পঞ্চায়েতের সোনাই নদীর উপরে রাম সীতা মন্দির পরিদর্শনে আসেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
তিনি এলাকার মানুষের সমস্যার কথা ভেবে দ্রুত তারের কাঁটার ব্যবস্থা কেন্দ্র সরকার যাতে করে, সেই নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় পঞ্চায়েত যদি সহযোগিতা করে তাহলে উন্নয়নের কাজ করতে আমার কোন অসুবিধা নেই।
বহু আগে দেশভাগ হয়েছিল সেই সময় কংগ্রেস সরকার কেন্দ্রে ক্ষমতায় ছিল তারা তাদের মতন করে সীমানা তৈরী করেছেন।
সেই কাজ না ভেবে করেছেন যার কারণে সমস্যা পড়তে হচ্ছে সীমান্তবাসীর।কারুর বাড়ির উপর দিয়ে চলে গিয়েছে সীমানা। কারুর রয়েছে বাস ঘর ভারতে আবার কারোর রয়েছে রান্নাঘর বাংলাদেশে। এই সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব।
রাজ্যে এসএসসি দুর্নীতি নিয়ে নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়ক দের নামের তালিকা সামনে এসেছে। সেই প্রসঙ্গে তিনি নাম না করে নিজের কাকিমা অর্থাৎ রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুরের উদ্দেশ্যে বলেন, কারুর যদি কোন সমস্যা না থাকে তাহলে সিবিআই ডাকলে অসুবিধা কোথায়।