নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১৭,ফেব্রুয়ারি :: রবিবার রাতে হাওড়ার বালিটিকুরি খালধার পাড়ার জেলেপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধার পচাগলা দেহ। ওই একই ঘর থেকে মিলল মানসিক ভারসাম্যহীন ছেলেকে।
পুলিশের ধারণা, মা রাসমনি নন্দী মারা যাওয়ার পর ছেলে সুরাজ নন্দী মায়ের দেহ আগলে পড়েছিল। এ দিন সন্ধ্যায় আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মহিলার দেহটি উদ্ধার করে।