নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ১৭,ফেব্রুয়ারি :: হাজারও জটিলতা কাটিয়ে হাইকোর্টের হস্তক্ষেপে বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সে হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা ।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ আরএসএস সঙ্ঘ চালক মোহন ভাগবত আয়োজিত সভায় এদিন বলেন, “সঙ্ঘের একমাত্র লক্ষ্য হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা।” তিনি স্পষ্ট করেন যে, সঙ্ঘের মূল কাজ হল সমাজকে একত্রিত রাখা এবং এমন মানুষ গড়ে তোলা, যারা ঐক্যবদ্ধ জীবনযাপন করবে।
তিনি আরও বলেন, “হিন্দু সমাজই ভারতের দায়িত্বশীল সমাজ। এই দেশের একটি স্বতন্ত্র স্বভাব রয়েছে, যা বহুবিধ সংস্কৃতি ও মতাদর্শকে গ্রহণ করে এগিয়ে যায়।” মোহন ভাগবতের মতে, যারা ভারতের এই বৈচিত্র্যময় স্বভাবের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি, তারা আলাদা দেশ গঠন করেছে।
সঙ্ঘের কার্যপ্রণালী সম্পর্কে তিনি জানান, এটি কোনো আনুষ্ঠানিক সদস্যপদ ভিত্তিক সংগঠন নয়”। কোনও ফি নেই, সদস্যপদের বাধ্যবাধকতা নেই, যে কেউ এসে সঙ্ঘের কাজ বুঝতে পারেন এবং ইচ্ছা হলে চলে যেতে পারেন”এমনটাই বলেন ভাগবত।
সমাজের বৃহত্তর স্বার্থেই সঙ্ঘের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।