নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: চলছে পুষ্প প্রদর্শনী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে। এ বছর ৪১ তম পুষ্প প্রতিষ্ঠির অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক বছর হর্টিকালচার সোসাইটির উদ্যোগ পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। প্রথম দিন থেকে প্রচুর মানুষের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে।
এদিন হর্টিকালচার সোসাইটির এবং শিলিগুড়ি লায়ন্স ক্লাব আধিরণের উদ্যোগ পুষ্প প্রদর্শনীতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সারা বছরই শিলিগুড়ি টেরাই লায়ন্স ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। এদিন সকাল থেকে এ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং অনেকেই এসে এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।