নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইন্দাস :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা পাড়ার বাসিন্দা ময়না হেমরম। বাড়িতে অভাব অনটন পাকা বাড়ি করার মতো সামর্থ তার নেই। রাজ্য সরকারের তত্ত্বাবধানে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তির টাকা পেয়েছে ময়না হেমরম।
কয়েকদিন আগে স্থানীয় ব্যাংক থেকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে ঘরে বাক্সের মধ্যে রাখে বাড়ি তৈরি করবে বলে। বাড়িতে অভাব থাকার জন্য প্রতিদিন ময়না হেমরমকে লোকের দুয়ারে কাজ করতে যেতে হয়। সকালে প্রতিদিনের মতো অন্যের জমিতে দিনমজুর খাটতে যায় ময়না হেমব্রম।
বাড়ি ফাকা থাকার সুযোগে চোর তার বাড়ি থেকে বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা চুরি করে নিয়ে চম্পট দেয়। অসহায় অবস্থায় ময়না হেমব্রম দ্বারস্থ হয় ইন্দাস থানায়। অভিযোগ পেয়ে ইন্দাস থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি চুরির মামলার রুজু করে এবং তদন্ত শুরু করে।
২৪ ঘন্টার মধ্যে ওই চোরকে গ্রেফতার করে ইন্দাস থানার পুলিশ। জানা যায় অভিযুক্তর বাড়ি ওই গ্রামেই। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে সম্পূর্ণ চুরির কথা স্বীকার করে। এরপর চুরি যাওয়া ৬০ হাজার টাকা তার কাছ থেকে এবং বাড়ির তালা ভাঙ্গার যন্ত্রপাতি উদ্ধার হয়।