নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালবাজার :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: মাদকবিরোধী অভিযান নামলো পুলিশ প্রশাসন। মাল এস,ডি,পি,ও রোশন প্রদীপ তামাং এবং মাল থানার আই,সি সৌমজিৎ মল্লিকএবং ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ এর নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযানে নামল।
মেচবস্তি এবং বারঘরিয়া সংলগ্ন এলাকায়।এদিন এক বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই মাদকবিরোধী অভিযানে নেমে পড়েন। এদিনের এই অভিযানে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার সহ মদ তৈরির উপকরণও উদ্ধার করা হয়। সেই উদ্ধারকৃত প্রায় ৪০০ লিটার দেশি মদ এবং মদ তৈরির সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ প্রশাসন মাঝেমধ্যে এরকম অভিযান চালিয়ে যাচ্ছেন। এরকম মাদক বিরোধী অভিযানে পুলিশের ভূমিকায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ খুবই খুশি এবং এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন।