নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খয়রাশোল :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: অবৈধ কয়লা, বালি পাচার হচ্ছে কিনা তা নিয়ে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় নজরদারি চালানো হচ্ছে। কিন্তু পাচারকারীরা পুলিশের নজর এড়িয়ে মেঠো পথ ধরে পাচার করছে।
এবার কয়লা পাচারকারীদের কয়লা বোঝাই বাইক আটক করল খয়রাশোল থানার পুলিশ। পাচারের আগেই অবৈধ কয়লা উদ্ধার করে খয়রাশোল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে,
খয়রাশোল থানার পুলিশ এই থানা এলাকার পানসিউড়ি রোডে ক্যানেলের কাছে দুটি কয়লা বোঝাই মোটর বাইক আটক করে। দুটি বাইকে ১৬ কুইন্টাল কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে পুলিশকে দেখে কয়লা পাচারকারীরা চম্পট দেয়।