উদ্বোধন হল উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মাথাভাঙ্গা :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৮১ তম হুজুরের মেলার উদ্বোধন করেন একরামিয়া ইসালে সওয়াব কমিটির সভাপতি গদ্দিনিশিন সৈয়দ খন্দকার নুরুল হক।

বাংলাদেশের অস্থিরতা ও হুজুরের মেলায় আগুন্তুক লক্ষ লক্ষ পূর্নাথীদের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দুজন অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে মেলার নিরাপত্তা দেবে ৬ জন ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক।

থাকবে ১৬ জন ইন্সপেক্টর,সাব ইন্সপেক্টর ও এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর মহিলা পুরুষ মিলিয়ে থাকবে ১২০ জন।উড়বে ড্রোন,সিসি ক্যামেরা।সেই সঙ্গে থাকছে ডগ ও বোম স্কোয়ার্ড,সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।

মেলা কমিটির তরফে,মেলা প্রাঙ্গনে গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে।সজাগ রয়েছে দমকল বাহিনী ও মেডিকেল টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =