নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা হসপিটালে ভর্তি মাধ্যমিক পরীক্ষার্থী। কালনা হাসপাতালে বসেই তার পরীক্ষার ব্যবস্থা করল পর্ষদ।হাসপাতালে ভর্তি পরীক্ষা দেয় সে।
জানা গিয়েছে ওই ছাত্রের নাম সাইয়াস শেখ। তার বাড়ি নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায়। ন-পাড়া হাইস্কুলের ওই ছাত্রের পরীক্ষার সিট পড়েছিল নাদনঘাট রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ে। সোমবার সন্ধ্যার পরই তার অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয় এরপরে তাকে ভর্তি করা হয় কালনা হসপিটালে। কালনা হসপিটালে বসে পরীক্ষা দেয় ওই ছাত্র।