ইন্দপুর থানার বেলেগোড়ার বাসিন্দা প্রশান্ত মুসিব সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহা আড়ম্বরে পালিত হচ্ছে মহাকুম্ভ। দীর্ঘ ১৪৪ বছর পর তৈরি হয়েছে মহাযোগ যার ফলে কোটি কোটি পূর্ণার্থীর সমাগম হচ্ছে ত্রিবেণী সঙ্গমে।

জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বিরাজ করুক এই বার্তা নিয়ে গত ২৬ জানুয়ারি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার বেলেগোড়ার বাসিন্দা প্রশান্ত মুসিব সাইকেলে চেপে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হন।

সম্বল বলতে ছিল সামান্য কিছু টাকা শুকনো কিছু খাবার জল কিছু পোশাক পরিচ্ছদ আর সাইকেলের হ্যান্ডেলে লাগানো ভারতীয় জাতীয় পতাকা।

প্রয়াগরাজ মহাকুম্ভে পূণ্যস্নান সেরে অযোধ্যার রাম মন্দির থেকে বেনারসের কাশি বিশ্বনাথ মন্দির ঘুরে ২২ দিন পর বাড়ি ফিরলেন প্রশান্ত।সুদীর্ঘএই যাত্রাপথে অসংখ্য মানুষের সঙ্গে বার্তা লাভ করেছেন তিনি অসংখ্য মানুষের সহযোগিতা পেয়েছেন। কোন সমস্যাই হয়নি।

সোমবার সন্ধ্যায় বেলেগোড়ার বাড়ি ফেরার মুহূর্তে এমন রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছিল বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।

এদিন গ্রামের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুল মালা দিয়ে সংবর্ধনার পাশাপাশি ব্যান্ড পার্টি সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে পৌঁছে দেন।অদম্য ইচ্ছাশক্তি জেদ আর মনোবল তাকে পৌঁছে দিল তার সেই মহালক্ষ্যের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + seventeen =