নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: ধুপগুড়িতে পথ দুর্ঘটনা , পথ দুর্ঘটনায় নিহত বাইক আরোহী এছাড়া ঘটনায় আহত হয়েছেন বাইক চালক। প্রসঙ্গত জানা গেছে সেনাবাহিনীর গাড়িতে একটি বাইক ধাক্কা মারে আহত বাইক চালক। দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার দেওমালি এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ।
জানা গিয়েছে, বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এনজেপির দিকে যাওয়ার সময় ঐ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।সেনাবাহিনীর এক ট্রাককে পেছন থেকে ওভারটেক করবার সময় ট্রাকের পেছনে চাকায় পড়ে যায় বাইক চালক সহ এক আরোহী।সেনাবাহিনীর ট্রাকের পেছনে থাকা ঐ ইউনিটের একটি ছোট গাড়ি বিষয়টি লক্ষ্য করে এরপর দাঁড়িয়ে যায়।
গুরুতর আহত বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষনা করে।আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানন্তরিত করা হয়েছে।বাইকটিকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে।