নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে ব্যবসায়ীর কাজ দিয়ে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল।
ব্যবসায়ী সুমিত হালদার বলেছিলেন বিজেপির জেলা দলীয় কার্যালয় সংস্কার নাম করে লক্ষ লক্ষ টাকা পাথর নিয়েছিলেন গত তিন বছর ধরে তিনি সেই পাথর পার্টি অফিসে কাজ না করে নিজের বাড়িতে কাজে লাগিয়েছেন টাকা চাইতে গেলে হুমকি পাশাপাশি ভয় দেখানোর মতো বলে অভিযোগ এই নিয়ে সংবাদ মাধ্যমের মুখ খুলে ছিলেন ব্যবসায়ী সুমিত গোলদার।
এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয় বসিরহাট জেলা জুড়ে শাসক দলের নেতারা সরব হয়েছিলেন এমনকি রাজ্য বিজেপির সুকান্ত মজুমদারকে পুরো বিষয়টা জানিয়েছিলেন ওই ব্যবসায়ী। এবার বসিরহাটের মির্জাপুরের ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি নোটিশ দিলেন বিজেপির সভাপতি তাপস ঘোষ
আগামী সাত দিনের মধ্যে যথাযথ উত্তর না দিলে আমি প্রশাসনিক ব্যবস্থা নেব উনার সঙ্গে আমার ব্যক্তিগত ব্যবসায়ী লেনদেন রয়েছে দীর্ঘদিনের। ব্যবসায়ী সুমিত গোলদার বলেন আমাকে আইনজীবী মারফত উনি একটা নোটিশ পাঠিয়েছেন আমি আইনি পরামর্শ নিয়ে যথাযথ উত্তর দেব ওনাকে।