নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হতে হলো প্রতিবাদীদের।ঘটনাটি ঘটেছে পানাগড় বাজারের রেল কলোনি ঝুপরি পাড়া এলাকায়।ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ওই এলাকার বাসিন্দা রেখা বাউড়ির অভিযোগ দীর্ঘদিন ধরে তাদের এলাকায় বেআইনিভাবে দেশি ও বিদেশি মদ বিক্রি করছেন বেশ কয়েকজন।এর ফলে এলাকার পরিবেশ যেমন নষ্ট হোচ্ছে তেমনই এলাকার পুরুষরা নেশাগ্রস্ত হয়ে থাকছে দিনভর।যার কারণে নিত্যদিন বাড়িতে অশান্তি লেগেই থাকছে।
এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি বন্ধের দাবিতে গত ১৩ তারিখে তারা কাঁকসা থানায় প্রায় ৫০ জন মহিলা ডেপুটেশন দেন কাঁকসা থানার আইসি কে। অভিযোগ এর পর থেকেই শুরু হয় তাদের লক্ষ করে কটূক্তি ও হুমকি। পাড়ার মহিলারা একজোট হয়ে এক মহিলার বেআইনিভাবে মদ বিক্রির ব্যবসা ভেঙে দিয়ে আসল।
পরে একা পেয়ে বেআইনি মদ বিক্রেতা মহাদেব চৌধুরী ও তার পরিবার তাকে টেনে হিঁচড়ে তাদের ঘরে নিয়ে গিয়ে তাকে মারধর করে ও তার পরনের পোশাক ছিঁড়ে দেয়।বাঁচার জন্য তিনি চিৎকার করলে।তার চিৎকার শুনে এলাকার মহিলারা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এই বিষয়ে তিনি ও এলাকার মহিলারা ফের কাঁকসা থানার পুলিশের দারস্ত হন ও দোষীরা যাতে শাস্তি পায় তার আবেদন জানিয়েছেন।তিনি ও এলাকার মহিলারা জানিয়েছেন এলাকায় বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ করতে গিয়ে এখন আতঙ্কের মধ্যে তাদের থাকতে হোচ্ছে।প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুক।