চাঁপদানীতে সহপাঠীর মারে মৃত্যু হল ছাত্রের।মৃতের নাম অভিনব জালান(১৫)।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাঁপদানী :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: চাঁপদানীতে সহপাঠীর মারে মৃত্যু হল ছাত্রের।মৃতের নাম অভিনব জালান(১৫)।চাঁপদানী আর্য বিদ্যাপীঠ স্কুলের ক্লাস টেনের ছাত্র। স্কুল সূত্রে খবর, স্কুলে ক্লাস চলছিল। একটা নাগাদ ক্লাস টেনের সহপাঠীদের মধ্যে মারামারি বাধে।

অভিযোগ তখনই অভিনবের বুকে ঘুসি মারে এক সহপাঠী। সে লুটিয়ে পড়ে যায়। তড়িঘড়ি স্কুলের শিক্ষক এবং এলাকার লোকজন তাকে টোটো করে চাপিয়ে গৌরহাটি ইএসআই হসপিটালে নিয়ে যায়।চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ।

চিত্র পরিচিতি ::  মৃত ছাত্রের বাবা গনেশ জালান

স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, তিনি ঘটনার সময় স্কুলে ছিলেন না। মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে চলে আসেন। শুনেছেন স্কুলের একই ক্লাসের দুই ছেলের মধ্যে মারামারি হয়েছে।

চাঁপদানি পুরসভার তিন নম্বর ওয়ার্ডে ওই স্কুল। সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কাউন্সিলরের স্বামী বিক্রম গুপ্তা বলেন, স্কুলের মধ্যে মারামারি হয়েছে একটা ছেলে অজ্ঞান হয়ে গেছে। এমনটা জানতে পেরেই আমরা ছুটি। টোটো করে হাসপাতালে নিয়ে যাই কিন্তু বাঁচাতে পারিনি।

পাঁচ নম্বর ওয়ার্ডে বাড়ি মৃত ছাত্র অভিনব জালানের। সেই ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম সাউ বলেন,খুবই মর্মান্তিক ঘটনা। ছমাস আগে ওই ছাত্রের দিদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।এবার এই ছাত্রের মৃত্যু হল।

মৃত ছাত্রের বাবা গনেশ জালানের প্রশ্ন, শিক্ষকদের সামনে কি করে ছাত্ররা মারামারি করে? তাঁর অভিযোগ, স্কুলে কোনও পড়াশোনা হয় না। ছেলের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাঁদের শাস্তি চান তিনি।

ঘটনার পর থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে স্কুল চত্বরে। সামাল দিতে উপস্থিত হয়েছেন চন্দননগর কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 20 =