নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ২০,ফেব্রুয়ারি :: হুগলি গ্রামীন পুলিশের বড় সাফল্য। মোবাইল টাওয়ারের প্রায় ১৫ লক্ষ টাকার যন্ত্রাংশ ও ব্যাটারি উদ্ধার করলো পুলিশ। ঘটনায় জড়িত পাঁচজন গ্রেফতার ।
এই ঘটনা প্রসঙ্গে গুরাপ থানায় এক সাংবাদিক সম্মেলন করা হয় হুগলী গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, হুগলি জেলার পান্ডুয়া,পোলবা,দাদপুর,বলাগড় হরিপাল সহ পূর্ব বর্ধমান জেলার মেমারি ও জামালপুর থানায় দীর্ঘ কয়েকদিন ধরে পুলিশের কাছে অভিযোগ জমা পড়ছিলো বিভিন্ন মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ ও তার ব্যাটারি চুরি হয়ে যাচ্ছে।
এরপরই হুগলী জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকরা একটি বিশেষ টিম তৈরি করে ঘটনার তদন্ত শুরু করে ।
পুলিশ তদন্তে নেবে এই ঘটনার সঙ্গে যুক্ত একটি ৪ চাকা গাড়ি সহ প্রায় পাঁচজনকে গ্রেফতার করে। যার মধ্যে দুজন এক বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ারের টেকনিশিয়ানের কাজ করতো বলে পুলিশ সূত্রে জানা যায়।
পুলিশের অনুমান এক একটি ব্যাটারি ও তার যন্ত্রাংশের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষেরও বেশি। আগামী দিনে এই পাঁচজন অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নিয়ে এই ঘটনার সঙ্গে আরো কারা জড়িত আছে তার তদন্ত করা হবে বলে জানান, হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি।