কারখানার গেটে তালা বন্ধ ও কারখানা বন্ধের নোটিশ পেয়ে বিক্ষোভ মহিলাদের। প্রতিবাদে সোনারপুর – ঘটকপুর রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শনিবার ২২,ফেব্রুয়ারি :: কারখানার গেটে তালা বন্ধ ও কারখানা বন্ধের নোটিশ পেয়ে বিক্ষোভ মহিলাদের। প্রতিবাদে সোনারপুর – ঘটকপুর রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন তারা। বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ।

সোনারপুরের রামচন্দ্রপুরে গেঞ্জি কারখানায় বেতন সংক্রান্ত বিষয় নিয়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কর্মীরা। এর জেরে ব্যাহত হচ্ছিল কারখানার কাজকর্ম। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ডাক আন্দোনকারীদের।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আলোচনা হলেও কোনও সুরাহা হয়নি। আন্দোলনকারীরা জানান ভয় দেখিয়ে জোর করে তাদের আন্দোলন দমন করার চেষ্টা করা হচ্ছে বলেও তাদের  অভিযোগ ৷ আন্দোলনকারীদের বক্তব্য তাদের মাইনে বাড়ানো হলেও তাদের বেসিক কমানো হয়েছে। বেসিক কমে গেলে সবদিক থেকেই তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

এছাড়া কারখানা কতৃপক্ষ জানিয়েছেন তাদের পিপিএফের টাকা হাতে দেওয়া হবে। এইসব ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা ৷ বিষয়টি নিয়ে তারা কারখানার মালিক, ম্যানেজার সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কেউই কারখানায় আসছেন না বলে অভিযোগ।

সোনারপুর থানার পুলিশ ও এলাকার স্থানীয় কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে আন্দোলন প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি প্রায় ৫ হাজার মহিলা কর্মী তারা এই কারখানায় কাজ করেন। সকলেই এই আন্দোলনে সামিল হয়েছেন।

আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য নানান জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ। যদিও আন্দোলনকারীরা জানান দাবি না মেটা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।এরই মধ্যে শুক্রবার সকালে তারা কারখানার গেটে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =