নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: মালদা ডায়াগনস্টিক এন্ড পলি ক্লিনিক মার্চেন্টস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন দুপুরে মকদুমপুর এলাকায় আই এম এ ভবনের সভাকক্ষে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডা: সুস্মিতা সরকার, সংগঠনের সভাপতি মলয় বসাক, সম্পাদক মাসিদুর রহমান সহ অন্যান্য সদস্যরা। জেলায় গজিয়ে ওঠা বেআইনি ল্যাব বন্ধের দাবি তুলে সংগঠনের নেতৃত্বরা দীর্ঘ আলোচনা করেন বার্ষিক সাধারণ সভায়।
সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, জেলা জুড়ে বেআইনি ল্যাবের লিস্ট তৈরি করে তুলে দেওয়া হয়েছে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে। প্রশাসনের নির্দেশে কাজ করছেন তারা। আগামী দিনে সংগঠনের উন্নয়ন কামনা করে সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।