নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ আসানসোল রেল হাসপাতালে । মৃত ব্যক্তির ছেলে সরফরাজ আনসারীর অভিযোগ, সকালে তার বাবাকে আসানসোল রেল হাসপাতলে ভর্তি করানো হয়।
ভর্তি হওয়ার পর তিনি কিছুটা সুস্থ হয়েছিলেন দুপুর নাগাদ রোগীকে বাইরে সিটি স্ক্যান পরীক্ষা করাতে নিয়ে যায়। সন্ধ্যায়ও রোগী সুস্থ ছিলেন। তবে সন্ধ্যেবেলা একটি ইনজেকশন দেয়ার কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করে সরবরাজ আনসারী।
ঘটনার পর আসানসোল রেল হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা । কর্তব্যরত চিকিৎসা কর্মী ও হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিতে থাকেন তারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় রেল পুলিশ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ।