নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ২৩,ফেব্রুয়ারি :: গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাথাভাঙা থানার পুলিশ ২৭ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ পুলিশের জালে গ্রেফতার এক । পুলিশ সুত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম সাধন বিশ্বাস। বাড়ি কোচবিহার ১ ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বাইকে করে সাধন সহ অপর এক ব্যক্তি অনলাইনে গাজা পাচারের জন্য মাথাভাঙ্গায় আসে। গোপনসূত্রে খবর পেয়ে মাথাভাঙা থানার সাব ইনস্পেকটর কপিলদেব রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে সাধন নামে একজনকে গ্রেফতার করে।অপর ব্যক্তি বাইক নিয়ে পালিয়ে যায়।
সুত্রের খবর নিশিগঞ্জ থেকে পাঞ্জাবে পাচারের ছক করা হয়েছিলো। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতকে গ্রেফতার করা হয়।ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে।