নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ২৪,ফেব্রুয়ারী :: গতকাল বিকালে ভিন রাজ্যেরএক মহিলা সন্দেহজনকভাবে আমুদিয়া সীমান্তে বলফিল্ড সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। সীমান্তের কর্তব্যরত বিএসএফের জোয়ানদের সন্দেহ হয় তাকে আটক করে তার নিকট কোন বৈধ প্রমাণ না পাওয়ায় তাকে স্বরূপনগর থানার পুলিশ সাথে তুলে দেয় ।
গতকাল রাত্রে পুলিশ তাকে গ্রেফতার করে জানা যায় ওই মহিলার নাম হরফিনা মিলন সরদার তার বাড়ি গুজরাট | সীমান্ত এলাকায় কেন সে ঘুরঘুর করছিল তা নিয়ে রহস্যের দানা তৈরি হয়েছে | অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার জন্য এখানে এসেছিলে বলে প্রাথমিক অনুমান বিএসএফের |