নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা হাতে কুম্ভের জল নিয়ে বর্ধমান স্টেশন থেকে প্রতিবাদি মিছিল করে পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি ওই জল পৌরসভার ভিতরে ঢুকে বিভিন্ন জায়গায় ছেটাতে থাকেন তারা ।
তাদের দাবী, বর্ধমান পৌরসভায় দুর্নীতির এতটাই বিস্তার হয়েছে যে একমাত্র কুম্ভস্নানের মাধ্যমেই তা মুক্তি পেতে পারে! প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার বলেন, “মানুষের বিশ্বাস, কুম্ভস্নানে পাপমোচন হয়।
কিন্তু বর্ধমান পৌরসভার যে ভয়াবহ দুর্নীতি, তা অন্য কোনো দপ্তরে নেই। তাই, কুম্ভের জল দিয়ে পৌরসভাকে ‘শুদ্ধ’ করতে আমরা এখানে হাজির হয়েছি।”