নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: খুব ছোটো থেকে নাচ শিখে,বড় হয়ে ভালো নৃত্য শিল্পী হয়ে ওঠেন চন্দননগরের সুতন্দ্রা।গয়ায় নাচের অনুষ্ঠান করতে যাওয়ার সময় কাঁকসায় মর্মান্তিক মৃত্যু হল সেই নৃত্যশিল্পীর।
ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দুর্গাপুরে কাঁকসার পানাগড়ে মদ্যপ ইভটিজারদের দৌরাত্ব্য।তরুনীর গাড়িকে ধাওয়া, শেষে ইভটিজারদের গাড়ির ধাক্কায় উল্টে গেলো গাড়ি, ঘটনাস্থলেই মৃত্যু তরুনীর। মৃত সুতন্দ্রা চ্যাটার্জী নামে বছর ২৬ এর এক তরুনী। দুর্গাপুরের কাঁকসার পানাগড়ের ঘটনা।
চন্দননগর নাড়ুয়া রায় পাড়ায় বাড়ি সুতন্দ্রা চ্যাটার্জীর।সঙ্গী ছিল আরো চার জন। দুর্গাপুরের বুদবুদ এর একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে ১৯ নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই মহিলার গাড়িকে ধাওয়া করে মদ্যপ ইভটিজারদের সাদা রঙের একটি গাড়ি।মহিলার সাথে থাকা সহকর্মী ও গাড়ির চালকের অভিযোগ, অশ্লীল ইঙ্গিত শুরু করে ইভাটিজাররা।কটুক্তি করতে থাকে।
গভীর রাতের এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গিয়ে মহিলার গাড়ির চালক গাড়িটিকে কাঁকসার পানাগড় এর দিকে নিয়ে চলে যান।নিস্তার মেলেনি এরপরও, ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে সুতন্দ্রাদের চার চাকা গাড়িকে। উল্টে যায় গাড়িটি, মৃত্যু হয় ঘটনাস্থলে ওই নৃত্যশিল্পীর।
বাকি দু জনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁকসা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সুতন্দ্রার প্রতিবেশীরা মেনে নিতে পারছেন না এই ঘটনা । এই ঘটনা পর আজ সকালে চন্দননগরে সেই মৃত তরুনীর বাড়িতে আসেন। বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল।