নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার গলসি থানার পুরসুরা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। মৃত ব্যক্তির নাম ধনঞ্জয় সাম বয়স ৬২ বছর।গলসি থানার পুরসুরা গ্রামেই তার বাড়ি।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত ২৩ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ ছিলেন। সেই কারণে পরিবারের লোকজন গলসী থানায় নিখোঁজ ডায়রিও করে। দুদিন ধরে খোঁজাখুঁজির পর এদিন গ্রামেরই এক পরিত্যক্ত বাড়িতে খোঁজ করতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
খবর দেওয়া হয় গলসি থানায় পুলিশকে, মৃতদেহটি উদ্ধার করে এদিন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যায় ময়নাতদন্তের জন্য । মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে গলসি থানার পুলিশ।