নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধার কানের দুল ছিনতাই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুখুরিয়া থানার গলা শিবগঞ্জ এলাকায়। ঘটনায় ঐ বৃদ্ধার কানের দুল ছিড়ে নিয়ে পালায় দুষ্কৃতী।
জানা গেছে প্রায় ৭০ বছর বয়সী বৃদ্ধা মহিলা বুধো সরকার। ঘাস তুলতে যায় বাড়ি থেকে কিছুটা দূরে।এমন সময় এক যুবক তার দুটো কান থেকে সোনার অলংকার ছিনতাই করে পালায় । বৃদ্ধ মহিলার কান ছিঁড়ে যাওয়ায় তাকে নিয়ে আসো আড়াইডাঙ্গা হাসপাতালে।বর্তমানে বাড়িতে রয়েছে ওই মহিলা।
ঘটনায় তার বাড়িতে মহিলাকে দেখতে যান পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার।সমস্ত ঘটনার খোঁজখবর নেন । যদিও পরিবারের লোকজন এখনো থানায় অভিযোগ না করায় দ্রুত পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দেন তিনি। গোটা ঘটনায় পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং পুলিশের প্রতি আস্থার বার্তা রেখেছেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার।