ধান সিদ্ধ করতে গিয়ে পাম্প ফেটে গুরুতর জখম চারজন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: ধান সিদ্ধ করতে গিয়ে পাম্প ফেটে গুরুতর জখম হলেন চারজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে। পলাশ কয়াল ও তার পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে ধান সিদ্ধ করার কাজ করছিলেন, তখনই পাম্প ফেটে যায়।

বয়লারের গরম জল ছিটকে এসে পড়ে তাদের শরীরে, চোখে মুখে। তাতেই গুরুতর জখম হন ঘটনাস্থলে থাকা চারজন। জখমদের মধ্যে দুই মহিলাও রয়েছে। আহতদের মধ্যে পল্লবী কয়াল নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।

আহতদের সকলকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতলে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। পল্লবী কয়ালের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ বিষয়ে গুরুতর জখম ভরত কয়াল তিনি জানান, ধান সেদ্ধ করার জন্য পরিবারের পাঁচজন সদস্য ধান সিদ্ধ করছিলাম। সেই সময় হঠাৎ করে পাম্প ফেটে যায়। এই ঘটনার পর গুরুতর জখম হয় চারজন। অতিরিক্ত গরম জল থাকার কারণে গরম জলের প্রেশারে পাম্পটি ফেটে যায়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে অবস্থার অবনতি হওয়ার কারণে এক মহিলা পল্লবী কয়ালকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 9 =