ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি , সাফাই কর্মী গ্রেপ্তার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: ডায়মন্ডহারবার হাসপাতালের সিসিইউতে ভর্তি এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালে কর্মরত এক সাফাই কর্মী তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ওই সাফাই কর্মী বিনোদ পণ্ডিতকে।

গত শনিবার সন্ধ্যায় নেতড়ার এক বাসিন্দা তাঁর অসুস্থ মেয়েকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিট নিয়ে যাওয়া হয়। অভিযোগ সিসিইউ এর মধ্যেই রাতে ওই নবম শ্রেনির ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়।

পরে সোমবার হাসপাতালে গেলে মাকে সমস্ত ঘটনা জানায় ওই ছাত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়মন্ডহারবার থানায় অভিযোগ জানান নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ডহারবারের রায়নগরের বাসিন্দা বিনোদ পন্ডিত নামের এক চুক্তিভিত্তিক সাফাই কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।

ঘটনার তদন্ত জারি রয়েছে। ধৃতকে বুধবার ডায়মন্ডহারবার মহকুমা কুমার আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পোকসো আইনে মামলার রুজু করা হয়েছে।

এ বিষয়ে ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে ওই নাবালিকার মা প্রশ্ন তুলেছেন ,মেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করেছিলাম। অবস্থা খুব খারাপ ছিল। ওই অবস্থায় হাসপাতালের ভিতরেই যে ওর এমন অবস্থা করবে ভাবব কীভাবে । ওখানে কী মেয়েদের কোনও নিরাপত্তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =