আজ মহা শিবরাত্রি, চাঁদমনিতে ভগবান শিবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৬,ফেব্রুয়ারি :: আজ মহা শিবরাত্রি, বিভিন্ন জায়গায় ঘটা করে উদযাপন করা হচ্ছে মহা শিবরাত্রি। বিভিন্ন শিব মন্দির গুলির বাইরে ভক্তদের লম্বা লাইন সকাল থেকেই। দেবাদিদেব মহাদেবের মাথায় জল দিতে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা।

শিলিগুড়ির অদূরে রয়েছে চাঁদ মনিতে শিব মন্দির। প্রত্যেক বছর মহা শিবরাত্রির সময় এই শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি, সকাল থেকেই দেবাদিদেব মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য ভক্তদের লাইন ছিল।

শিলিগুড়ি শহর তো বটেই মাটিগাড়া নকশালবাড়ি সহ আরো বিভিন্ন এলাকা থেকে অনেকেই এসেছেন ভগবান শিবের মাথায় জল ঢালতে। অনেকেই জানিয়েছেন কেউ দু ঘন্টা বা তারও বেশি সময়কাল ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি বসেছে মেলা এই মেলার ও জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে।

মোট চার দিন ধরে বসে এই মেলা। প্রত্যেক বছর শিবরাত্রি দিন থেকে চাঁদমণিতে শুরু হয় মেলা এবং অন্তত চার দিন ধরে চলে। বিভিন্ন রকমের জিনিসের পসরা নিয়ে সোমবার থেকে বসে মেলা। একজন ব্যবসায়ী জানিয়েছেন মোটামুটি ভালই বিক্রি করছে এবং আশা রাখছেন এবার মেলায় ভালোই বিক্রি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =