নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙ্গড় :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: গত শুক্রবার শেষ হল মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষার মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষ মুহুর্তে ফুল মার্কের মকটেস্ট পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মানসিক ভাবে প্রস্তুত করালো ভাঙ্গড় থানার চন্দনেশ্বর এলাকার বাংলা বিষয়ের কোচিং শিক্ষক মোয়ারজেন।
তিনি জানান, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক প্রত্যেক পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা অনেকেই ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিলেও অনেকটা নার্ভাস ফিল করে। অনেকটা ভয়ও কাজ করে তাদের মধ্যে। কিন্তু এই পরীক্ষার দ্বারা তারা তাদের নিজেদেরকে মূল্যায়ন করতে পারে।
তারা মানসিক ভাবে অনেকটা শক্তিশালী হয়ে উঠতে পারে। সে জন্য সারাবছর ধরে ইউনিট টেস্ট পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার একমাস আগে থেকে ফুল মার্কের কয়েকটি মকটেস্ট পরীক্ষা নিয়ে তাদের পরীক্ষা প্রস্তুতি আরো সুদৃঢ় করা হয়।
এছাড়া তিনি আরো জানান, কোচিং এর তরফ থেকে তাদের বিদায় সংবর্ধনা জানানো হলেও তিনি ব্যক্তিগত ভাবে প্রতিবছরের ন্যায় এবছরেও প্রত্যেক ছাত্রছাত্রীদের পেন ও গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এবছর মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬০ এর অধিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা এখন ৪০ এর অধিক। অনেককেই ভালো ফলাফল করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।