নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: বৃহস্পতিবার হিম ঘরের গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে বিস্ফোরণ। ঘটনায় মৃত দুই শ্রমিক। পূর্ব বর্ধমান জেলার কালনার ভবানন্দপুর গ্রামের ঘটনা।
প্রাথমিকভাবে জানা গেছে অ্যামোনিয়া গ্যাস ভর্তি সিলিন্ডার চেক করতে গিয়েই সিলিন্ডার বাষ্ট করে বিস্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয় দুই শ্রমিকের আরো বেশ কয়েকজন জখম হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।মৃত শ্রমিকরা হলেন সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা।