নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: স্বরূপনগর :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর এলাকায় সংস্কারের অভাবে নাব্যতা হারিয়ে ফেলেছে ইছামতি নদী। একটু ভারী বৃষ্টি হলেই নদীর জল উপচে প্লাবিত হয় এলাকা। প্রতিবছর এই প্লাবনে ক্ষতিগ্রস্ত হন স্বরূপনগর ও বাদুড়িয়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের কয়েক হাজার মানুষ।
সেই সমস্যার কথা মাথায় রেখে ইছামতি সংস্কারের জন্য বৃহস্পতিবার স্বরূপনগর ও বাদুড়িয়া এলাকায় ইছামতি নদী সংস্কারের জন্য ইছামতিতে নদীপথে পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা।
উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বসিরহাট মহকুমা শাসক আশীষ কুমার সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিকরা ও সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন তারা নদীপথে লঞ্চে করে ইছামতি নদী পরিদর্শন করেন। মূলত কোন কোন এলাকায় বেশি করে নদী সংস্কার করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
আগামী কয়েক মাসের মধ্যেই এই স্বরূপনগর ও বাদুড়িয়া এলাকায় ইছামতি নদী সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানান বসিরহাটের মহাকুমা শাসক আশীষ কুমার।
এই প্রসঙ্গে এদিন তিনি আরো বলেন, ‘রাজ্য সরকারের নির্দেশ মতো নদীপথে নদী পরিদর্শন করা হলো, যে সমস্ত জায়গাতে নদী সংস্কার করার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত জায়গাতে খুব শীঘ্রই নদী সংস্কারের কাজ শুরু হবে’